Vice-Chancellor
University of Dhaka
Dr. A A M S Arefin Siddique
Vice-Chancellor
University of Dhaka
লাইটিংগেল মেডিকেল কলেজ এর ১০ম বছর পূর্তি উপলঙ্কে কলেজ কর্তৃপক্ষ একটি স্মরণিকা প্রকাশ করছে জেনে আমি
অত্যন্ত আনন্দিত।
আমি আশা করি, নাইটিংগেল মেডিকেল কলেজ মানসম্মত চিকিৎসা, শিক্ষা এবং সেবা প্রদান করার ক্ষেত্রে যথাযথ ভূমিকা
পালনে সর্বদা সচেষ্ট থাকবে।
আমি কলেজটির উত্তরােত্তর সমৃদ্ধি কামনা করছি।